নিজস্ব সংবাদদাতা : লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি জানিয়েছেন সাংসদ হিসেবে দায়িত্ব পালনে সক্ষম নন তিনি। সেই সঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তাঁর বক্তব্য, স্থানীয় প্রতিনিধি হিসেবে এলাকার সমস্যায় উপস্থিত হওয়ার কথা। এমনকি যদি অপ্রত্যাশিত সময়েও তাঁকে ডাকা হয়, তাঁর কর্তব্য সেখানে যাওয়া। যদিও রাজ্যের শাসকদল জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব পালনের পথে বাধা সৃষ্টি করছে। পরের অনুচ্ছেদেই পুরভোটের প্রসঙ্গ টেনে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাসের অভিযোগের ওপর স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন অধীর। তৃণমূল কংগ্রেস বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলা করেছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। প্রচার চলাকালীন তাঁর ওপরে হামলার অভিযোগ এনেছেন শাসকদলের বিরুদ্ধে। চিঠির শেষে বলেছেন, বিষয়টির ওপর স্পিকার যেন নজর দেন এবং সাংসদের দায়িত্ব থেকে তাঁকে মুক্ত করার জন্যও আবেদন জানিয়েছেন অধীর।