১৫ দফা দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
১৫ দফা দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের

হরি ঘোষ -সমকাজে সমবেতনের দাবি, পিএফ, ই এস আই সহ ১৫ দফা দাবিদাওয়া কে সামনে রেখে দুর্গাপুর পুরসভার সাফাই কর্মীরা সোমবার দুপুরে দুর্গাপুর নগর নিগমের সামনে তুমুল বিক্ষোভ দেখায়। কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভের আয়োজন করা হয়। একাধিকবার দুর্গাপুর নগর নিগমে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং এই সমস্যার কথা বলে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা এখনো মেলেনি বলে তাদের অভিযোগ। ২০১৪ সাল থেকে তারা আন্দোলন করে আসছেন কিন্তু কোনো সুরাহা মেলেনি এখনো পর্যন্ত। সমস্ত জায়গার সাফাই কর্মীরা ৩৩৪ টাকা করে বেতন পায় কিন্তু দুর্গাপুর পুরসভার সাফাই কর্মীদের এখনো ১৪২ টাকা বেতন দেওয়া হয় অভিযোগ সাফাই কর্মীদের। উদাসীনতার জেরে। ফের সাফাই কর্মীরা দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখায়। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে দুর্গাপুর নগর নিগমের পাশের রাস্তা। দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। অবিলম্বে এই দাবিদাওয়াগুলো মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাটার হুঁশিয়ারি দেয় সাফাই কর্মীরা।