নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সুস্থতা কামনায় প্রার্থনা সভার আয়োজন করল দিল্লি শিখ গুরুদ্ধার ম্যানেজমেন্ট কমিটি (ডিএসজিএমসি)। গুরুদ্বার বাংলা সাহেবে গুরু গ্রন্থ সাহেবের একটি 'শ্রী অখন্ড পাঠ সাহিব' আয়োজন করা হয়। এ প্রসঙ্গে ডিএসজিএমসির ভাইস প্রেসিডেন্ট আতমা সিং লুবানা বলেছেন,"আমরা এখানে প্রার্থনা করেছি কারণ আমরা চাই যে এই সংকট শীঘ্রই শেষ হোক। ইউক্রেনের কাছাকাছি সীমান্ত খুলে দেওয়া উচিত। সরকারকে নিশ্চিত করা উচিত যে আমাদের নাগরিকরা সেখানে কোনো সমস্যায় পড়বেন না এবং তাদের শীঘ্রই ভারতে নিয়ে আসা উচিত।"