দ্বগবিজয় মাহালীঃ পুরভোটে হিংসার অভিযোগে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় মিশ্র প্রভাব যান চলাচলে। ঘাটাল মহকুমার ঘাটাল,চন্দ্রকোনা,দাসপুরে দোকানপাট,বাজারহাট সহ সবই খোলা রয়েছে কিন্তু যান চলাচলে কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে। ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড,চন্দ্রকোনা বাসস্ট্যান্ড সহ মহকুমার সবকটি শহরে যাত্রীবাহী বাস চলাচলে মিশ্র প্রভাব পড়েছে। এমনিতেই করোনার জেরে রাস্তায় বাসের সংখ্যা কমে গেছে তার উপর আজকে বিজেপির ডাকা বনধে রাস্তায় যাত্রীবাসী বাস চলাচল কিছুটা হলেও কম।আর এর জেরে বাসস্ট্যান্ডগুলিতে ভিড় যাত্রীদের,যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে দাবি তাদের। গুরুত্বপূর্ণ কাজ ও অফিস যাত্রীরা রাস্তায় বেরিয়ে গাড়ি না পেয়ে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তায় সেভাবে গাড়ি না চললেও দোকানপাট বাজার হাট সব কিছুই রয়েছে খোলা। বনধের সমর্থনে সকাল পর্যন্ত ঘাটাল মহকুমায় কোথাও এখনও পর্যন্ত বিজেপির নেতা কর্মীদের রাস্তায় দেখা যায়নি।