ইসিএলের কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইসিএলের কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের

রাহুল পাসোয়ান, সালানপুরঃ  সালানপুর থানার অন্তর্গত পাহাড় গোড়া গ্রামের সামনে ইসিএলের কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। জমির মালিক কাকন রায় অভিযোগ করেন, "সালানপুর এলাকার ইসিএলের মোহনপুর কোলিয়ারি বিনা অনুমতিতে দশটি বড় গাছ মাটি থেকে উপড়ে ফেলে দিয়েছে তাছাড়া তাদের জমির উপর ডাম্পার যাতায়াতের জন্য বিনা অনুমতিতে রাস্তা বানানো হয়েছে।সেই বিষয়ে গ্রামের কিছু জমির মালিকরা আজ সকাল থেকে কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ দেখান।" ঘটনাস্থলে আসেন পাহাড় গোড়া ক্যাম্পের পুলিশ ও ইসিএলের সিকিউরিটি গার্ড। সালানপুর ইসিএলের জেনারেল ম্যানেজার অমিত রঞ্জন নন্দী বলেন,"পাহাড় গোড়া গ্রামের জমির মালিকদের সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে।"