আবগারি দপ্তরের নামে টাকা আদায় করতে এসে ধরা পড়ল ভুয়ো আবগারি অফিসার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আবগারি দপ্তরের নামে টাকা আদায় করতে এসে ধরা পড়ল ভুয়ো আবগারি অফিসার



অন্ডাল :- আবগারি দফতরের নামে অন্ডালের মুকুন্দপুর এলাকার মদের দোকান থেকে টাকা আদায়কারী অনিমেষ ঘটক নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়রা জানান,এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকার মদের দোকানগুলো থেকে টাকা আদায় করতো নিজেকে আবগারি দপ্তরের অফিসার বলে। রবিবার দুপুরে মুকুন্দপুর কলিয়ারিতে কয়েকটি মদের দোকানে টাকা আদায় করতে এসেছিল ভুয়ো আবগারি অফিসার অনিমেষ। একটি মদের দোকানে টাকা আদায় করার সময় দোকানদারের ওই ব্যক্তিকে সন্দেহ হলে তার কাছে তার বৈধ পরিচয় পত্র চায়,কিন্তু ভুয়ো আবগারি অফিসার কোনো পরিচয় পত্র দেখাতে না পারলে,স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়। ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীরা গেলে ওই ব্যক্তি জানায় যে সে কোনো আবগারি অফিসার নয়। তবে এলাকার মদের দোকানগুলো থেকে টাকা তোলার কারন সে সঠিক ভাবে বলতে ব্যর্থ হয়। ওই ব্যক্তি তখন জানায় যে সে আর এই এলাকায় আসবে না। ধৃত ব্যক্তি জানায় সে দুর্গাপুরের বাসিন্দা। কিন্তু স্থানীয়রা জানায় সে আদতে রাণীগঞ্জের বাসিন্দা। আবগারি অফিসারের নাম নিয়ে টাকা তুলতে আসা ভুয়ো আবগারি অফিসার অনিমেষ ঘটক কে অন্ডাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।