দুই দেশের রাষ্ট্রদূতই ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করেছে, জানালেন পররাষ্ট্র সচিব

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুই দেশের রাষ্ট্রদূতই ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করেছে, জানালেন পররাষ্ট্র সচিব

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় নাগরিকদের নিয়ে উদ্বেগের কথা ইউক্রেন ও রাশিয়ার রাষ্ট্রদূতদের জানালে তাঁরা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানালেন পররাষ্ট্র সচিব হর্ষ ভি শ্রিংলা। যুদ্ধ ক্ষেত্রে আটকে পড়া ভারতীয়দের জন্য হাঙ্গেরি ও রোমানিয়ার সীমন্তের ক্রসিং কাজ করছে। তবে পোল্যান্ডের ক্রসিং পয়েন্টি কেন আটকে দেওয়া হয়েছে সে কারণও ব্যাখ্যা করেছেন পররাষ্ট্র সচিব। বলেছেন, ''পোল্যান্ড সীমান্তের ক্রসিং দিয়ে লক্ষ লক্ষ বিদেশি নাগরিক পালানোর চেষ্টা করেছেন।'' তিনি আরও জানিয়েছেন, ''আমাদের হাজার হাজার নাগরিককে রোমানি এবং হাঙ্গেরি থেকে আকাশ পথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও হাজারকে ইউক্রেন থেকে স্থলপথে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। কিয়েভে আমাদের দূতাবাস এবং আমাদের মন্ত্রণালয় পরিস্থিতির উন্নতির আগে বেশ কিছু পরামর্শ জারি করেছিল। আমাদের ৪০০০ নাগরিক সংঘাতের আগে এই পরামর্শ অনুসারে চলে গেছে। আমরা অনুমান করেছি যে প্রায় ১৫০০০ নাগরিক ইউক্রেনে রয়ে গেছে।ভারত সরকার ইউক্রেনে আটকে পড়া আমাদের নাগরিকদের সরিয়ে নিতে 'বহু-মুখী' অপারেশন গঙ্গা চালু করেছে। যার খরচ দেবে সরকার।''