নিজস্ব সংবাদদাতা : ১০৮টি পৌরসভার নির্বাচন বাতিল ও অকার্যকর ঘোষণা করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল বিজেপি। চিঠিতে নির্বাচনে অশান্তি, ছাপ্পা ভোট, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি প্রার্থীদের ওপর আক্রমণ করা, হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার সহ জেলা সভাপতিদের আক্রমণের অভিযোগে বিজেপির নিশানায় তৃণমূল। রাজ্য নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ হয়েছে বলেও আঙুল তোলা হয়েছে বিরোধী দলের তরফে।