নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের জন্য সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চিঠিতে তিনি তিনটি বিষয় উল্লেখ করেছেন। বলেছেন - ইস্টার্ণ ইউক্রেনের কিয়েভ, খারকিভ, সুমি এলাকায় বাঙ্কারের মধ্যে যারা আশ্রয় নিয়েছেন তাদের জল ও খাবার খুব প্রয়োজন। তাদের ফেরানো জরুরী। প্রচন্ড শীতের মধ্যে পায়ে হেটে পোল্যান্ড সীমান্তে যাচ্ছে পড়ুয়াদের অনেকে। ইউক্রেনের আধিকারিকরা তাদের সীমান্ত পেরনোর অনুমতি দিচ্ছেন না। ছাত্রদের বিরুদ্ধে কাজ করছে ফোর্স। ভারতীয় দূতাবাস থেকে আধিকারিকদের পাঠিয়ে পদক্ষেপ করা হচ্ছে। মালডোভিয়া হয়ে ভারতে পৌঁছনোর পথ যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হোক।