নিজস্ব সংবাদদাতাঃ বড় ঘোষণা করল পোল্যান্ড। ভারতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোভস্কি জানিয়েছেন,ইউক্রেনে রুশ আগ্রাসন থেকে পালিয়ে আসা ভারতীয় শিক্ষার্থীদের বিনা ভিসায় পোল্যান্ডে প্রবেশের অনুমতি দিচ্ছে পোল্যান্ড। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজারেরও বেশি শরণার্থী পোল্যান্ডে প্রবেশ করেছে বলে জানিয়েছে পোল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়। ইউক্রেন থেকে যে কেউ প্রবেশের অনুমতি দেওয়া হয়, এমনকি যারা বৈধ পাসপোর্ট ধারণ করে না, পোলিশ কর্মকর্তারা বলেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এ পর্যন্ত এক লাখ ২০ হাজারেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী দেশ ছেড়ে চলে গেছে।