নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন জাপানের এক কোটিপতি ব্যক্তি। জানা গিয়েছে, জাপানি ধনকুবের হিরোশি 'মিকি' মিকিতানি জানিয়েছেন, তিনি ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার দান করবেন এবং রাশিয়ার আগ্রাসনকে 'গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ' হিসেবে অভিহিত করেছেন। ই-কমার্স জায়ান্ট রাকুতেনের প্রতিষ্ঠাতা ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে বলেছেন, ১ বিলিয়ন ইয়েন (৮.৭ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান "ইউক্রেনের সহিংসতার শিকার ব্যক্তিদের সাহায্য করার জন্য মানবিক কার্যক্রমের" দিকে যাবে।