নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধের মাঝে বড় ঘোষণা করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কথা বলতে রাজি আছেন, কিন্তু বেলারুসে আলোচনা হবে না। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক, তবে প্রতিবেশী বেলারুশে নয়, কারণ এটি আগ্রাসনের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু। আমরা তাদের সব প্রস্তাব দিয়েছি।" উল্লেখ্য, শনিবার ক্রেমলিন জানায়, রাশিরার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ নেতা বেলারুশের রাজধানী মিনস্কে 'ইউক্রেনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য' একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে 'প্রস্তুত', যা এর আগে ইউক্রেন সংকট নিয়ে কয়েক দফা শান্তি আলোচনার আয়োজন করেছিল।