ইংল্যান্ডকে কোচিং করাতে প্রস্তুত শেন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইংল্যান্ডকে কোচিং করাতে প্রস্তুত শেন


নিজস্ব সংবাদদাতাঃ এক সময় শেন ওয়ার্ন কোনো ব্যাটারের উল্টো দিকে দাঁড়ালে তাঁর কাছে সেই ম্যাচটা দুঃস্বপ্ন হয়ে যেত। বহুদিন হলো তিনি আর ২২ গজে নেই। তবে চিরশত্রু ইংল্যান্ড সাম্প্রতিক অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের ৪টি ম্যাচই একপেশে ভাবে হেরেছে। তাই এবারে ইংল্যান্ডকে কোচিং দিতে তিনি প্রস্তুত। এই বিষয়ে শেন বলেন, “আমার কাজটা করতে ভালই লাগবে। এটা ইংল্যান্ডকে কোচিং করানোর দারুণ সময়।’’