পক্ষীপ্রেমী সচিন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পক্ষীপ্রেমী সচিন



নিজস্ব সংবাদদাতাঃ ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর-কে গোটা বিশ্ব চেনেন। কিন্তু এবারে তিনি এক পাখির জীবনের ঈশ্বর হয়ে গেলেন। তিনি মুম্বাইয়ের সমুদ্র সৈকতে গিয়ে একটি আহত পাখিকে খুঁজে পান। অন্যদের মতো তিনি পাশ কাটিয়ে চলে না এসে পাখিটাকে তুলে নেন নিজের হাতে। তাকে খাবার ও জল খাওয়ান। করেন চিকিৎসাও।