রঞ্জির মাঠে এক অনন্য বাবা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রঞ্জির মাঠে এক অনন্য বাবা


নিজস্ব সংবাদদাতাঃ বরোদার ক্রিকেটার বিষ্ণু সোলাঙ্কির এক অন্য রূপ দেখা গেল এবার রঞ্জির মাঠে। কিছুদিন আগেই সদ্যজাত কন্যাকে তিনি হারিয়েছেন। মেয়ের সৎকার করে এসেই তিনি নেমে পড়েন মাঠে। চন্ডীগড়ের বিরুদ্ধে খেলে দলের হয়ে করেন শতরানও।