বাংলাদেশে পালিত হল গণটিকা দান কর্মসূচী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাংলাদেশে পালিত হল গণটিকা দান কর্মসূচী

নিজস্ব সংবাদদাতাঃ করোনা রুখতে এবার বিশেষ পদক্ষেপ নিল বাংলাদেশ। শনিবার থেকে বাংলাদেশে শুরু হল গণটিকা দান কর্মসূচী। এই কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশের ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

WHO calls for halting COVID-19 vaccine boosters in favor of unvaccinated |  Reuters

  গণটিকা দান কর্মসূচীতে লাগবেনা বাংলাদেশের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র। মুলত সমাজের সকল স্তরের মানুষের কাছে করোনা টিকা পৌঁছে দিতেই এই কর্মসূচী গ্রহণ করছে বাংলাদেশ সরকার। এই গণটিকা দান কর্মসূচী চলবে আরও ২ দিন।