নিজস্ব প্রতিনিধি - দাঙ্গাল ছবির পর থেকেই অভিনেত্রী সানিয়া মালহোত্রা দর্শকদের এক এর পর এক নানা ধরনের ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়েছেন। যারফলে খুব অল্প সময়েই ভালো নাম কামিয়েছেন অভিনেত্রী। জন্মদিনের বিশেষ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন,
'আমার ত্রিশের কোঠায় প্রবেশ, ভালোবাসায় ভরা হৃদয় আর পেট ভরা ইয়ামজা খাবার নিয়ে! তাই ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ।'