নিজস্ব সংবাদদাতাঃ আনিস মৃত্যু কাণ্ডে এবার পাঁচলায় এসপি অফিসের সামনে বিক্ষোভ মিছিল এসএফআই এর। এই বিক্ষোভ ঘিরেই সৃষ্টি হয়েছে উত্তেজনা। ব্যারিকেড করে মিছিল রোখার চেষ্টা করে পুলিশ। তারপরেই মিছিলের তরফে পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়ার অভিযোগ উঠেছে। পরপর ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়ি। পরিস্থিতি সামাল দিতে কাঁদুনে গ্যাস ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জের অভিযোগ উঠেছে পুলিশের ওপর।