নিজস্ব সংবাদদাতা : বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল। চিঠিতে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রতিবেশী হাঙ্গেরিয়ান এবং রোমানিয়ান পয়েন্টগুলিতে সমন্বয় নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন বিদেশমন্ত্রীকে।
এর আগে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের ফিরিয়ে আনার বিষয়ে বিদেশমন্ত্রীর হস্তক্ষেপের আর্জিতে তাঁকে চিঠি লিখেছিলেন কেসি ভেনুগোপাল। এবার তিনি জানিয়েছেন, যেভাবে পরিস্থিতি খারাপ হচ্ছে, ভারতীয় নাগরিকরা ও পড়ুয়ারা যুদ্ধক্ষেত্র থেকে বেপরোয়াভাবে সীমান্তে পৌঁছনোর চেষ্টা করছে। ভারত সরকার একটি অ্যাডভাইজরি জারি করে তাদের যেতে বারণ করেছে। ব্যাঙ্ক-এটিএম বন্ধ থাকায় নগদ ও খাবারের অভাব দেখা দিচ্ছে। এজেন্টদের ওপর নির্ভর করলে সীমান্তে পৌঁছোমোর জন্য ক্যাবগুলিকে অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে। কেউ কেউ ১০- ২০ কিমি দূরে আটকে পড়েছেন সীমান্তে পৌঁছনোর পথে। এদিকে বাবা-মায়েরা বাড়িতে অসহায় ছেলেমেয়েদের ফোন কল পাচ্ছেন। দুর্ভাগ্যবশত, দূতাবাস কর্তৃপক্ষের দিক থেকে সমন্বয়ের অভাব হচ্ছে যার প্রভাব পড়ছে ভারতীয়দের ফিরিয়ে আনার পদ্ধতিতে। যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে পড়ুয়ারা। বিচ্ছিন্ন জায়গায় যারা আটকে পড়েছেন তারা দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হচ্ছেন। এটা উদ্বেগজনক বিষয় যে প্রতিবেশী রাষ্ট্রগুলির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে সীমান্তে চেক পয়েন্টে সরকারের তরফে কোনও নিবেদিত দল পৌঁছয়নি। তাই দ্রুত যথাযথভাবে সমন্বয় রক্ষা করে দেশের মানুষদের দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন কংগ্রেস সাংসদ।