নিজস্ব প্রতিনিধি -লীলা মজুমদার একজন ভারতীয় বাঙালি লেখিকা।তিনি ১৯০৮ সালের ২৬ শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।কলকাতার রায় পরিবারের প্রমদারঞ্জন রায় ও সুরমাদেবীর সন্তান তিনি। এদিকে লীলা মজুমদার হলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। তাঁর প্রথম গল্প লক্ষ্মীছাড়া ১৯২২ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ছোটদের জন্য তার কয়েকটি উল্লেখযোগ্য রচনার মধ্যে 'হলদে পাখির পালক', 'টং লিং' জনপ্রিয়। তাঁর জন্মদিনে টলিউড অভিনেতা প্রসেনজিৎ সোশ্যাল মিডিয়ায় প্রয়াত লেখিকার ছবি পোস্ট করে লিখেন , "প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারের জন্ম বার্ষিকীতে জানাই বিনম্র প্রণাম।"