ছোট স্ক্রীনে করণ কুন্দ্রার সাথে দেখা যাবে তেজস্বী কে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ছোট স্ক্রীনে করণ কুন্দ্রার সাথে দেখা যাবে তেজস্বী কে

নিজস্ব প্রতিনিধি -তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা তাদের প্রেমের রসায়ন দিয়ে ভক্তদের মন জয় করে চলেছেন।এই অন্যতম জনপ্রিয় দম্পতি, 'তেজরান' নামেও পরিচিত। ইতিমধ্যেই এক মিউজিক ভিডিও -তে তাদের প্রথম একসঙ্গে কাজ করতে দেখা যাবে। গানটি ৩রা মার্চ মুক্তি পাবে। গানটির পরিচালনা করেছেন রজত নাগপাল।