হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীরা বকেয়া বেতনের দাবি নিয়ে লাগাতার আন্দোলন করায় আজ শনিবার একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। সহকারী কর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আন্দোলনকারীদের অভিযোগ, বকেয়া বেতন সহ একাধিক দাবি নিয়ে টানা চারদিন আন্দোলনরত থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসন সহ হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি। গত বুধবার থেকে বেতনের দাবিতে হাসপাতালের গেটের সামনে লাগাতার ধর্ণায় বসে আছেন তাঁরা। কিন্তু হাসপাতালে পরিষেবা দিতে বদ্ধপরিকর হওয়ায় তাঁরা সাময়িক ভাবে হাসপাতালের পরিষেবা দিয়ে চলেছেন। ওই হাসপাতালে প্রায় ৮৩ জন অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে নিযুক্ত হাসপাতালের বিভিন্ন কাজের সাথে। একজন আন্দোলনকারী বলেন "কলকাতার একটি সংস্থার আওতাধীন কর্মরত ওই কর্মীরা। ওই সংস্থা আমাদের ৪ মাস ধরে বেতন দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষকে বলেও কোনও সুরাহা হয়নি। আমরা মুখমন্ত্রী, জেলা শাসক সহ প্রতিটি প্রশাসন মহলে অভিযোগ জানিয়েছি।"