পাকিস্তানে বহিরাগতদের অন্তর্ভুক্তি বাড়াচ্ছে চিন্তা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পাকিস্তানে বহিরাগতদের অন্তর্ভুক্তি বাড়াচ্ছে চিন্তা

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের জনসংখ্যা জরিপ নিয়ে চিন্তায় পড়েছেন সে দেশের সিন্ধু প্রদেশের বাসিন্দারা। পাকিস্তানের জনসংখ্যা জরিপে আফগানিস্তান থেকে আগত পাঠানদের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে আফগানিস্তান থেকে আগত এই বহিরাগতদের পাকিস্তানের জনসংখ্যায় অন্তর্ভুক্তি খুব একটা ভালো ভাবে নিচ্ছেন না সিন্ধ প্রদেশের মানুষেরা। 




তাদের মত আফগানিস্তানের পাঠানদের জনসংখ্যায় অন্তর্ভুক্তি করলে সিন্ধু প্রদেশের মানুষেরা সংখ্যালঘুতে পরিণত হবে। উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধু প্রদেশের সঙ্গে আফগানিস্তান পাঠানদের এক অংশের ব্যবসা সূত্রে সংযোগ রয়েছে। সিন্ধু প্রদেশের বাসিন্দাদের মতে এবার সেই পাঠানদের দেশীয় পরিচয়ে অন্তর্ভুক্তি করলে তারা সংখ্যালঘুতে পরিণত হবে।