দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পৌর নির্বাচন বিধি ভাঙার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর খড়ার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র রাত বারোটা নাগাদ যখন বাড়ি ফিরছিলেন তখন পুলিশ তার কাছ থেকে ৭০ হাজার ৫০০ টাকা নাকা চেকিংয়ের সময় উদ্ধার করে। এই ঘটনায় রাতেই গ্রেপ্তার করা হয় বিজেপি প্রার্থীকে, এমনকি গ্রেপ্তারের পরে রাতেই জামিনে মুক্তি পেয়ে যান বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র। ঘটনায় ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাসের দাবি, "ওই ওয়ার্ডে তৃণমূলের দুষ্কৃতিরা টাকা বিলি করছিল তার প্রতিবাদ করতে যায় ওয়ার্ডের বিজেপি প্রার্থী,পুলিশের উপস্থিতিতে আমাদের প্রার্থীর পকেটে টাকা গুঁজে দিয়ে উল্টে তাকেই ফাঁসানো হয়েছে।" অপরদিকে জেলার ৭ টি পৌরসভার কো অর্ডিনেটর তৃণমূল নেতা অজিত মাইতির দাবি, "দিল্লির চুরির টাকা বিজেপি ভোটে বিলি করছে, আমাদের কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। বিজেপি ঘুরছেনা মানুষের কাছেও যাচ্ছে না, কিছু একটা ফন্দি এঁটে এসব করছে। দিল্লির চুরির টাকায় ভোট কিনবে সংসদীয় গনতন্ত্রে এটা আমরা হতে দেব না। যে কোনও জায়গায় টাকা বিলি করলেই ধরুন আর পুলিশের হাতে তুলে দিন।" ভোটের আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘাটালের খড়ার পৌরসভা এলাকায়।