দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার ১০ টি ওয়ার্ডে ২০১৫ সালের পুরভোটের ফলাফল অনুযায়ী তৃণমূল পেয়েছিল ৯ টি আসন, সিপিএম পেয়েছিল ১ টি আসন, বিজেপির ফলাফল ছিল শূন্য। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে ওই ১০ টি ওয়ার্ডে তৃণমূল পেয়েছিল ২ টি আসন এবং বিজেপি পেয়েছিল ৮ টি আসন। বিধানসভা ভোটের মতো কি পুরভোটেও চমক দেখাতে পারবে বিজেপি সেটাই এখন দেখার।