নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় সামাজিক নেটওয়ার্ককে অবৈধ সেন্সরশিপের অভিযোগে অভিযুক্ত করার পর শুক্রবার দেশটিতে ফেসবুকের প্রবেশ সীমিত করার উদ্যোগ নেয় রুশ সরকার। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ফেসবুক মানবাধিকার লঙ্ঘন করেছে এবং 'রুশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘন করেছে' যখন সামাজিক যোগাযোগ মাধ্যমটি বৃহস্পতিবার তাদের প্ল্যাটফর্মে বেশ কয়েকটি রুশ গণমাধ্যমের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।