নিজস্ব সংবাদদাতা : যুদ্ধ পরিস্থিতিতে ধ্বংস হয়েছে ইউক্রেনের বিমানবন্দর। কোন পথে ফিরবেন ভারতীয়রা? ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ভারতে পৌঁছনোর একটা রুট ম্যাপ করে দিল ওয়ারশতে অবস্থিত ভারতীয় দূতাবাস। অ্যাডভাইজরি জারি করে ভারতীয় দূতাবাসের তরফে দেওয়া হল গাইড লাইন। ইউক্রেন থেকে ভারতে ফিরতে হলে প্রথমে পৌঁছতে হবে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত ভারতীয় দূতাবাসে। সেক্ষেত্রে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে ভারতীয় নাগরিকরা পৌঁছচ্ছেন বাসে কিংবা ট্যাক্সিতে কিন্তু সেই পথে না গিয়ে তাদের শেহিনি-মেডিকা বর্ডার দিয়ে যাওয়ার পরামর্শ জারি করল ওয়ারশতে অবস্থিত ভারতীয় দূতাবাস। সেই সঙ্গে ক্রাকোইউক ক্রসিং ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে পোল্যান্ড সরকার শুধুমাত্র পায়ে হেঁটে শেহিনি-মেডিকা বর্ডার পয়েন্টে যাওয়ার অনুমতি দিয়েছে। ক্রাকোইউক ক্রসিংয়ে শুধু মাত্র তারাই যেতে পারবেন যাদের নিজস্ব গাড়ি রয়েছে। পোল্যান্ডে যে ইন্ডিয়ান ক্রসিংগুলি রয়েছে সেগুলিকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সব মিলিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর তৎপরতা তুঙ্গে।