নিজস্ব সংবাদদাতাঃ আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যে চলছে তোলপাড়। শুক্রবারও এসএফআই ছাত্রনেতারা বিক্ষোভ দেখায় আমতা থানার সামনে। তবে এবার আনিস খানের বাড়ি গেলেন বাম প্রতিনিধির দল। সেখানে উপস্থিত রয়েছেন সিপিআইএম নেতা বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র।
আনিসের পরিবারের সঙ্গে কথা বলছেন তারা। অপরদিকে আমতা থানার সামনে ধুন্ধুমার । ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করছে ছাত্রনেতারা।