নিজস্ব সংবাদদাতাঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে রাজ্যে চলছে তোলপাড়। শুক্রবার ফের এসএফআই এর মিছিল ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। শুক্রবার লেকমল থেকে শুরু হয় এসএফআই এর মিছিল। পথে পুলিশ তাদের আটকালে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ফলে রাসবিহারীতে শুরু হয় উত্তেজনা।
পরবর্তীতে আমতা থানার সামনেও বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। দোষীদের আটকের দাবিতে আমতায় মিছিল করে এসএফআই। সেখানেও তৈরি হয়েছে উত্তেজনা।