এমভিআই দপ্তরের অভিযানে আটক গরু বোঝাই ট্রাক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এমভিআই দপ্তরের অভিযানে আটক গরু বোঝাই ট্রাক

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত রামপুর চেকপোষ্টে এমভিআই দপ্তরের অভিযানে আটক গরু বোঝাই আটটি কন্টেনার ট্রাক। যদিও সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ট্রাকটিতে থাকা লোকেরা ছবি তুলতে বাধা দেন। তবে অনুমান করা হচ্ছে এই  ট্রাকের দরজা বন্ধ করে গরুগুলোকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। ট্রাকে থাকা এক ব্যক্তি বলেন যে তিনি গরু কিনে বেপারি করেন। তাহলে প্রশ্ন হচ্ছে কন্টেনার ট্রাকের ভেতরে কেন এত পরিমান গরু যাচ্ছিলো? যদিও ঐ ব্যক্তি বলেন তিনি আসানসোলের বাসিন্দা এবং এই গরুগুলো নরায়ণপুর থেকে আসানসোল নিয়ে যাওয়া হচ্ছে।এই গরুপাচার কাণ্ডে সিবিআই ও ইডি এত তৎপর কিন্তু তাও গরুপাচার আটকানো যাচ্ছেনা। এই ঘটনার বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বার্মা বলেন " আমরা বরাবর গরু পাচারের বিরোধীতা করেছি। এখানকার পুলিশ সহায়তা করছে পাচারের কাজে। আমরা গরু পাচারে বাঁধা দিতে গেলে পুলিশ আমাদের ভয় দেখায়।"