নিজস্ব সংবাদদাতা : ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিল মধ্যপ্রদেশের ধরের বাসিন্দা নন্দা বোরাদের ছেলে। যুদ্ধ পরিস্থিতিতে ছেলে ফিরতে চাইলেও শুক্রবার যে বিমানে তার ফেরার কথা ছিল তা বাতিল করা হয়েছে। পরিস্থিতি ক্রমে যেভাবে ভয়াভয় রূপ ধারণ করছে তাতে দুশ্চিন্তায় বোরাদে পরিবার। নন্দা বোরাদে জানিয়েছেন, ''আমার ছেলের আজকের ফ্লাইট বাতিল হয়ে গেছে। ও আমাকে বলেছিল যে নিরাপদে দূতাবাসে পৌঁছেছে যেখানে আরও ২৫০-৩০০ জনের ভিড় ছিল। আমরা চিন্তিত কিন্তু আমাদের সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।"