কোবরা ক্যাম্পে আত্মঘাতী সেনা এক জওয়ান, চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
কোবরা ক্যাম্পে আত্মঘাতী সেনা এক জওয়ান, চাঞ্চল্য

নিউজ ডেস্ক, শালবনীঃ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি কোবরা ক্যাম্পে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। মৃত জওয়ানের নাম শিবকান্ত প্রসাদ (৩৮)। আরো জানা যায় ওই মৃত জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশের বলিয়া জেলায়। সম্প্রতি তিনি বাড়ি গিয়েছিলেন। ২৭ জুন বাড়ি থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে ওই ক্যাম্পের তিন তলার ব্যারাকের ২১ নম্বর রুমে থাকতেন। বুধবার সন্ধ্যায় তাঁর সাড়াশব্দ না পেয়ে অন্য জওয়ানরা খোঁজাখুঁজি শুরু করলে, পাশের ব্যারাক থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে শালবনি থানার পুলিশ ওই ক্যাম্পে এসে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। মানসিক অবসাদে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। বিষয়টি ক্যাম্প এর পক্ষ থেকে তার পরিবারকে জানানো হয়েছে। ঠিক কারণে ওই জওয়ান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে শালবনি থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্প সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।