কোথাও ছৌ-নাচ, কোথাও রণ-পা, শেষ মুহুর্তে জমিয়ে ভোট প্রচার শাসকদলের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কোথাও ছৌ-নাচ, কোথাও রণ-পা, শেষ মুহুর্তে জমিয়ে ভোট প্রচার শাসকদলের

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পৌর নির্বাচনকে ঘিরে শেষলগ্নে অভিনব প্রচারের মাধ্যমে ঝড় তুললো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ও ১২ নং ওয়ার্ডের তৃণমূলের দুই প্রার্থী। ৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বনশ্রী সাহার প্রচারে লক্ষ্মী বেশে লক্ষ্মীর ভান্ডার হাতে হাজির স্বয়ং লক্ষ্মী। ওই ওয়ার্ডের ৪ জন কন্যাশ্রী ছাত্রী লক্ষ্মীর বেশে লক্ষ্মীর ভান্ডার হাতে তৃণমূল প্রার্থীর প্রচার মিছিলের সামনের সারিতে হাঁটেন। তাদের কথায়,"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এটা খুবই ভালো প্রকল্প আমরা স্বয়ং লক্ষ্মী সেজে তার প্রচারে এসেছি। আমরা ৪ জন এসেছি খুব ভালো লাগছে,আমরা এরকম সরকারই চাই।" স্বয়ং লক্ষ্মীর বেশে কন্যাশ্রীর ছাত্রীরাই নই ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মিছিলে দেখা যায় পুরুলিয়ার ছৌ নৃত্য শিল্পীদের, তাদের ছৌ নৃত্য দেখতে ভিড় উপচে পড়ে।জমজমাট মিছিলে প্রার্থীদের নিয়ে হাঁটতে দেখা যায় চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়াকে। তিনি বলেন,"মানুষের যে আবেগ উৎসাহ উদ্দীপনা তা এই মিছিলেই দেখা যাচ্ছে, মানুষ উৎসবের মেজাজে ২৭ তারিখ তৃণমূলে ভোট দেবে, চন্দ্রকোনা পৌরসভায় তৃণমূল বারো শূন্য বোর্ড গঠন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার
সেইজন্য বাড়ির মহিলারা লক্ষ্মী বেশে মিছিলের সামনের সারিতে আছে।" পাশাপাশি চন্দ্রকোনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সাঁতরার প্রচারে দেখা গেল রণপা ও আদিবাসী মহিলাদের নৃত্য। শেষলগ্নের প্রচারে ঝড় তুলতে ওই ওয়ার্ডে রণপার সাথে মিছিলে পা মেলান তৃণমূল প্রার্থী। এককথায় বলা চলে পৌর ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে চন্দ্রকোনার মানুষের নজর কাড়লো শাসকদলের প্রার্থীরা।