হরি ঘোষ, দুর্গাপুর: ইয়াস ঘূর্ণিঝড় চলে গেলেও তার প্রভাবে মানুষ চরম সংকটে পড়েছেন। ব্যবসার মালপত্র নিয়ে ব্যাবসায়ীদের জীবনের ঝুঁকি নিয়ে হিউম পাইপের উপর পারাপার করতে হচ্ছে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া পঞ্চায়েত এবং কাঁকসা ব্লকের মলানদিঘি পঞ্চায়েতের মাঝে বয়ে গিয়েছে কুনুর নদী। কুনুর নদীর উপর রয়েছে অস্থায়ী ব্রিজ। কুনুরের জলের তোড়ে সেই অস্থায়ী মাটির ব্রিজটি ভেসে যায়। তারপর থেকেই চরম যন্ত্রণায় ব্যবসায়ীরা। আকন্দারা, কাঁটাবেড়িয়া, ঘটক ডাঙ্গা, সরস্বতী গঞ্জ সহ আরো বেশকিছু গ্রামের মানুষজন ব্যবসার মালপত্র নিয়ে এই অস্থায়ী ব্রিজ পেরিয়ে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে ব্যবসা করেন।
বর্তমানে তাদের চরম সমস্যার মধ্যে পারাপার করতে হচ্ছে। হিউম পাইপ এর ওপর চলছে পারাপার। পারাপার করতে গিয়ে কুনুরের জলেও পড়ে যাচ্ছে কোনো কোনো পারাপার কারী মানুষ। দীর্ঘদিন ধরে মানুষজনের দাবি এখানে স্থায়ী ছোট সেতু তৈরি হলে তারা সমস্যা থেকে বাঁচবেন। ঘুরপথে প্রায় কুড়ি কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জী জানিয়েছেন, সত্যিই একটি দুর্ভোগের কারণ এই রাস্তা। তিনিও উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলেও জানান।