নিজস্ব সংবাদদাতাঃ পথে নেই কোনও ট্র্যাফিক সিগন্যাল, নেই ট্র্যাফিক পুলিশও। সেইসব রাস্তায় পথচারীদের কথা ভেবে এ বার নতুন সিগন্যাল ব্যবস্থা ‘হাইব্রিড পথচারী বেকন’ লাগানোর সিদ্ধান্ত নিল লালবাজার। অর্থাৎ একজন পথচারী নিজেই সিগন্যালের সুইচ টিপে লাল আলো জ্বালিয়ে, দু’দিকের গাড়ি থামিয়ে রাস্তা পেরোতে পারবেন। এবং তিনি রাস্তার অপর প্রান্তে চলে যাওয়ার পরে ওই সিগন্যাল স্বয়ংক্রিয় ভাবেই সবুজ হয়ে যাবে।