নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের প্রধানের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো সংবাদমাধ্যমকে বলেছেন, "ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের উপর হামলা অব্যাহত ছিল।" পাশাপাশি তিনি জানান, শুক্রবার ভোরে মধ্য কিয়েভে দুটি বড় বিস্ফোরণ বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে।