নিজস্ব সংবাদদাতাঃ এবারে ব্রিটেনে নাও থাকতে পারেন চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান অ্যাব্রামোভিচ। জানা গিয়েছে রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ক্ষমতায়নের পিছনে অন্যতম ভূমিকা আছে অ্যাব্রামোভিচের। চেলসির এই ৫৫ বছর বয়সী মালিক ভিসার জন্য আবেদন করলেও পরে তা তিনি তুলে নেন বলে জানা গিয়েছে।