ইউক্রেনে আটকে দুর্গাপুরের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইউক্রেনে আটকে দুর্গাপুরের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী

হরি ঘোষ, দুর্গাপুরঃ   আজ সকাল থেকেই শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরত আনতে কিয়েভে এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছালেও বিমানটিকে অবতরণ করানো যায়নি। পরিস্থিতি জটিল হওয়ায় মাঝপথ থেকেই ফেরত আসে বিমান। এরপরেই শুরু হয় আতঙ্কের ছায়া। ইউক্রেনে আটকে থাকা দুর্গাপুরের ছাত্র ছাত্রীদের পরিবারের লোকেরা আশঙ্কার দিন গুনতে শুরু করেন। দুর্গাপুর স্টিল টাউনশিপের টেগর এভিনিউ এর বাসিন্দা নেহা খান ইউক্রেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাবা মা থেকে বোন সকলেই চিন্তিত। নেহা ফোনে জানান তার ঠিকানা থেকে ১০-১৫ মিনিটের দূরে বোমা-বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। এমনকি কালো ধোঁয়ায় ঢাকা আকাশের ভিডিও মোবাইল বন্দি করে পাঠিয়েছে বাড়িতে। মোবাইলে ভিডিও কলে অনবরত কথা হচ্ছে পরিবারের সাথে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে তাদের আবাসনের নিচে বেশ কয়েকটি সুরঙ্গ করা হয়েছে। পরিস্থিতির অবনতি বুঝলে নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে সকলকে। বেশ আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন নেহারা। নেহার বাবা ফিরোজ খান জানান, পরিবারের সকলে খুব চিন্তিত।