নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াল ন্যাটো। রাশিয়ার তীব্র নিন্দা করল ন্যাটো। ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ এক ভিডিও বার্তায় জানান, 'আমরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাচ্ছি। আমাদের মিত্ররাও এই বার্তা দিতে একসঙ্গে দাঁড়িয়েছে যে, আমরা কখনোই আন্তর্জাতিক শৃঙ্খলার নিষ্ঠুর লঙ্ঘন মেনে নেব না। ন্যাটোর মিত্ররা দীর্ঘ সময় ধরে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করেছে এবং ২০১৪ সালের ইউক্রেনের তুলনায় আজ অনেক শক্তিশালী, আরও ভাল সজ্জিত এবং ভাল প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলতে তাদের সহায়তা করেছে।'