রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলেই সোনার দাম উর্ধ্বমুখী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলেই সোনার দাম উর্ধ্বমুখী

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার বাঙালি সংস্কৃতিতে লক্ষ্মীবার হিসেবে পরিচিত হলেও লক্ষ্মীলাভের কোনও আশা নেই। আজ চলতি বছরের সোনার দাম রেকর্ড বৃদ্ধি হয়েছে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ সূত্রে এমনটাই খবর। বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়ে ৫১ হাজার ৭৫০ টাকাতে পৌঁছে গিয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে সোনার দামে এই বৃদ্ধি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোনার দামের পাশাপাশি বেড়েছে রূপোর দামও। সকালে রূপোর দাম ২.০৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি কিলোগ্রাম ৬৫ হাজার ৯১০ টাকা প্রতি কেজিতে হয়েছে।  রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে সোনার দাম উর্ধ্বমুখী বলেই মনে করছেন বিশ্লেষকরা। সোনার দামের এই বৃদ্ধিতে আমেরিকার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।