নিজস্ব সংবাদদাতাঃ আনিস খান হত্যাকাণ্ডে নয়া মোড়। বৃহস্পতিবার আনিস খানের দেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে এবার জেলা জজের পর্যবেক্ষণে করতে হবে ময়নাতদন্ত। আনিস খানের হত্যাকাণ্ডে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য। হত্যাকাণ্ডে পুলিশি তদন্তের বিরুদ্ধে উঠেছে গাফিলতির প্রশ্ন। ফলে বিক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এবার আনিস খানের দ্বিতীয় বার ময়নাতদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে।