নিজস্ব সংবাদদাতাঃ আনিস হত্যাকাণ্ডে ধৃত ২ পুলিশকর্মীর দাবি থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাদের দাবি তারা নির্দোষ ওসির আদেশেই সেই রাতে তারা আনিশের বাড়ি গিয়েছিল। এবার আমতা থানার একাধিক অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেদিন রাতের ডিউটি অফিসার ও আরটি অফিসারকেও জিজ্ঞেসাবাদ করা হয়েছে। জিজ্ঞেসাবাদ করা হচ্ছে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ডকেও।