যুদ্ধ পরিস্থিতিতে বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
যুদ্ধ পরিস্থিতিতে  বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করে ঘটনায় হস্তক্ষেপের আর্জিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠই লিখলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চিঠিতে তিনি জানিয়েছেন, 'আমরা ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং সে দেশে পড়তে যাওয়া ছাত্রদের সুরক্ষা নিয়ে চিন্তিত। ইউক্রেনে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের মধ্যে ২৩২০ জন ছাত্র কেরলের। পড়াশোনায় বিঘ্ন ঘটাতে চায় না বলে অনেকেই সেখানে রয়ে গিয়েছে। আমি আপনাকে চিঠিটি লিখছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিতের আর্জিতে। বিশেষ বিমানে ছাত্রদের ফিরিয়ে আনতে আপনার হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি।'