নিজস্ব সংবাদদাতাঃ শিবলিঙ্গ স্বমন্ধে অনেকেরই অনেক ধারণা রয়েছে। অনেকের মতেই শিবলিঙ্গ হচ্ছে শিব ও শক্তির মিলিত অংশ। যা লিঙ্গের দ্বারা প্রকাশ পায়। কিন্তু সংস্কৃত শব্দ লিঙ্গ বলতে বোঝায় প্রতীক। শিবলিঙ্গ হল হিন্দু দেবতা শিবের একটি প্রতীক চিহ্ন যা ধ্যানমগ্ন শিবকে বোঝায়। আমরা=দেখতে পাই শিবলিঙ্গের ওপর ৩ টি সাদা দাগ থাক। এই রকম সাদা দাগ আমরা মহাদেবের কপালেও দেখতে পাই। যার ফলে শিবলিঙ্গের অর্থ হিসাবে ধার্মিক অনেক ক্ষেত্রেই মনে করা হয় শিবলিঙ্গ হল শিবের ধ্যানমগ্ন রূপের প্রতীক।