নিজস্ব সংবাদদাতাঃ সামনেই মহা শিবরাত্রি। মহাদেবের পুজোর মহামন্ত্র হল "ওঁ নমঃ শিবায়"। এই মন্ত্র জপ করলে শুধু মহাদেবই তুষ্ট হন না এর সঙ্গে এই মন্ত্রের রয়েছে নিজস্ব কিছু উপকারি গুনও। 'ওঁ' কে মহা বিশ্বের ধ্বনী বলা হয়। যার অর্থ শান্তি। পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশের মিশ্রিত রূপ হল 'নমঃ শিবায়'। এই পাঁচ উপাদানের অধিপতিই হলেন মহাদেব। এই মন্ত্র রোজ নিয়মিত উচ্চারণ করলে,
১- আপনার মন স্থির হবে।
২- আধ্যাত্মিক শান্তি উপলব্ধি করবেন।
৩- ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে।
৪- নেতীবাচক প্রভাব দূর করে।
সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে ১০৮ বার এই মন্ত্র জপ করা উচিত।