মহা শিবরাত্রি উপলক্ষে "ওঁ নমঃ শিবায় মন্ত্রের" সম্বন্ধে জানুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মহা শিবরাত্রি উপলক্ষে "ওঁ নমঃ শিবায় মন্ত্রের" সম্বন্ধে জানুন

নিজস্ব সংবাদদাতাঃ হিন্দু ধর্মে ভগবান মহাদেবকে তুষ্ট করার অন্যতম মহামন্ত্র হল "ওঁ নমঃ শিবায়"। তবে জানেন কি এই মন্ত্রের আসল মানে ও ব্যাখ্যা কি? আপনাদের জন্য রইলো এই পোস্টটি -

"নমঃ শিবায়" মন্ত্রের অর্থ হল- 'ভগবান শিবকে নমস্কার' বা 'সেই মঙ্গলময়কে প্রণাম'। এটি ভগবান শিবের প্রতি সমর্পিত। একে শিব পঞ্চাক্ষর মন্ত্র বা পঞ্চাক্ষর মহামন্ত্রও বলা হয়ে থাকে। যার মানে পাঁচ অক্ষর যুক্ত মন্ত্র (ওঁ ব্যাতিত)। এই মন্ত্র শ্রী রুদ্রম্‌ চমকম্‌ ওঁ রুদ্রাষ্টাধায়ীতে "ন", "মঃ", "শি", "বা" এবং "য়" রূপে প্রকাশিত। শ্রী রুদ্রম্‌ চমকম্‌ কৃষ্ণ যজুর্বেদের অংশ। রুদ্রাষ্টাধায়ী শুক্ল যজুর্বেদের অংশ।