নিজস্ব সংবাদদাতাঃ আনিস হত্যাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত ২ পুলিশ কর্মীর। নিজেদের নির্দোষ বলে দাবি তাদের। আনিস খান হত্যাকাণ্ডে রাজ্য জুড়ে চলছে তোলপাড়। এরইমধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তের অভিযোগে প্রীতম ভট্টাচার্য ও কাশীনাথ বেরা নামের ২ পুলিশ কর্মীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাদের উলুবেড়িয়া আদালতে তোলা হয়। এরপরেই বিস্ফোরক মন্তব্য ধৃত ২ পুলিশ কর্মীর। তাদের দাবি, তারা খুনের বিষয়ে কিছুই জানেনা। তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে বলে দাবি করছেন তারা। এছাড়াও তাদের দাবি ওসির নির্দেশেই তারা সেই রাতে আনিসের বাড়িতে গিয়েছিল।