নিজস্ব সংবাদদাতাঃ ঘুম ভেঙেই চোখে পরেছে জলমগ্ন হয়ে রয়েছে গোটা এলাকা। আর তার জেরেই রাস্তা অবরোধ করে প্রতীবাদ স্থানীয়দের। হ্যা এমনটাই ঘটেছে কেআইটি বাজার সহ আশেপাশের এলাকায়। সকাল সকাল জলমগ্ন হয়ে পরে কেআইটি বাজার সহ আশেপাশের কয়েকটি এলাকা। যার জেরে প্রিন্স আনোয়ার শাহ রোড অবোরধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। চল্লিশ মিনিট মত চলে এই বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার করা হয় না। তার ফলেই জল জমার সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগতে হচ্ছে তাদের। তার ওপর দিন সাতেক আগে ভূগর্ভস্থ নিকাশির পাইপ ফেটে যায়। তার ফলেই জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা।