রানীগঞ্জ,হরি ঘোষ- দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে আমড়াসোতা ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ওই ছাত্রীর আত্মীয়-পরিজনদের।
দীর্ঘক্ষন অবরোধের পর অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেন ওই ছাত্রীর আত্মীয় ও পরিজনেরা। অভিযুক্তকে আটক করেছে বলে জানায় থানার পুলিশ। অভিযুক্তের নাম কার্তিক মণ্ডল। সে বক্তারনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দশম শ্রেণীর ওই ছাত্রীর বাবা জানান তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী বয়স ১৫ বছর। এবং তার মেয়ে অসুস্থ ছিল।
গতকাল সন্ধ্যার সময় তারা বাড়িতে ছিলেন না। সেই সময় তার মেয়ে কোন কাজে বেরিয়ে দিকভ্রস্ট হয়, ঠিক তখনই আমড়াসোতা এলাকার রাস্তার মোড়ের কাছে এক বছর পঞ্চাশের ব্যক্তি মেয়েটিকে বাইকে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর পর বেশ কিছু এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করে তাকে তাড়া করলে সে ওই মেয়েটিকে নিয়ে চম্পট দেয়। এরপর পুলিশ কার্তিক মণ্ডল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও ওই মেয়েটির কোন খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা রানীগঞ্জের আমড়াসোতা ফাঁড়িতে ওই দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে।
ঘটনাস্থলে রানীগঞ্জ থানার ওসি ও পাঞ্জাবীমোড় ফাঁড়ির আইসি নাবালিকা কে খুঁজে বের করা হবে বলে আশ্বস্ত করলে। তারপর স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ সূত্রের খবর বুধবার রাত থেকেই ওই নাবালিকাকে উদ্ধারের জন্য পুলিশ তৎপর হয়েছে। দিকে দিকে তল্লাশি চালাচ্ছে পুলিশের বিশেষ দল।