নিজস্ব সংবাদদাতাঃ আনিসের মৃত্যুর তিনদিন পেরিয়ে গেল। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবার সহ বিভিন্ন সংগঠনের। তদন্ত শুরু হলেও এখনও সত্য ঘটনা অধরা থাকায় ক্ষোভ বাড়ছে। এই নিয়ে মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেখানে পুলিশ আন্দোলনকারীদের উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। এমনকি 58 জন ছাত্র কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠনের ডিএসও রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে। বুধবার মেদিনীপুর শহরে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদ মিছিল, শহরের একটা অংশ পরিক্রমা করে জেলা শাসক দফতরের গেটে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সিদ্ধার্থশঙ্কর ঘাঁটা, সম্পাদক তনুশ্রী বেজ। তনুশ্রী বেজ বলেন, 'তিনদিন পেরিয়ে যাওয়ার পরও হত্যাকারীরা অধরা। কিন্তু পুলিশকে অতি সক্রিয়তা হতে দেখা গেল ছাত্রদের ওপর আক্রমণ শানাতে। এই তো মা-মাটি-মানুষের সরকারের গণতন্ত্র! গতকাল আলেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ যেভাবে অকথ্য অত্যাচার চালিয়েছে, এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। সঙ্গে অতি দ্রুত হত্যাকারীদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি'।